বগুড়ার শাজাহানপুরের মাদলা ইউনিয়নের মালিপাড়া বাজার এলাকায় আজ ৮ই অক্টোবর শুক্রবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ার কল্যাণ ট্রাস্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু।
ইঞ্জিনিয়ার মোঃ আবু সাঈদ রনি মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদলা ইউনিয়ন সুযোগ্য চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, এ সময় তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেজাউল করিম রেজা, শাজাহানপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, খোট্টাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহাব্বত, আব্দুল্লাহ আল মামুন, ওমর ফারুক, সামিউল ইসলাম, আতিকুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অস্ত্র ক্লাবের সহ-সভাপতি মোঃ বজলুর রহমান মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ আবু তারেক রনি, সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ জুয়েল মন্ডল, আনোয়ার হোসেন মন্ডল, রাকিবুল হাসান, মেহেদী হাসান, সিয়াম হোসেনসহ অত্র ক্লাবের সকল সদস্যবৃন্দ। এ সময় অস্ত্র ক্লাবের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার রনি মন্ডল বলেন ইকলাবের কর্মকান্ড হবে এই এলাকার অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। এলাকাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করে গড়ে তোলায় মূল লক্ষ্য।
Posted ৩:২০ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD