শনিবার ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শাজাহানপুরে অনিয়ম দুর্নীতির অভিযোগে শিক্ষাপ্রতিষ্ঠানে ভাংচুর-মারপিট

মোঃ দৌলত জামান, স্টাফ রিপোর্টার   বুধবার, ১৩ এপ্রিল ২০২২
137 বার পঠিত
শাজাহানপুরে অনিয়ম দুর্নীতির অভিযোগে শিক্ষাপ্রতিষ্ঠানে ভাংচুর-মারপিট

বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে বিদ্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও মারপিট করেছে স্থানীয় লোকজন। আজ বুধবার দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে

জানা গেছে, উপজেলার জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন স্থানীয়রা। বুধবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ে অভিযোগ তদন্তে যান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ। অভিযোগের বাদি ও বিবাদিসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে তদন্ত কর্মকর্তা তার তদন্ত কার্যক্রম চলাকালে স্থানীয় লোকজন বিদ্যালয়ের বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির চিত্র তুলে ধরেন। তদন্ত কর্মকর্তা তার কার্যক্রম শেষ করতে না করতেই দুপুর ২টার দিকে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে প্রধান শিক্ষক ইশতিয়াক আহমেদ ও ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদীনের উপর মারমুখি হয়ে উঠে। ঘটনা বেগতিক দেখে প্রধান শিক্ষক তার অফিস কক্ষে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। এ সময় স্থানীয়রা সভাপতি জয়নাল আবেদীনকে মারপিট করেন এবং বিদ্যালয়ের চেয়ার ভাংচুর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করেন


ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদীন জানান, তাকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। তিনি কোন দুর্নীতির সাথে জড়িত নন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশতিয়াক আহমেদ জানান, তদন্ত কার্যক্রম শুরুর পর থেকেই কিছু উশৃংখল ছেলেরা হৈচৈ করছিল। একপর্যায়ে তারা তদন্ত কর্মকর্তার সামনে উত্তেজিত হয়ে সভাপতি ও তার উপর হামলা করে এবং বিদ্যালয়ের আসবাবপত্র ভাংচুর করে।


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ জানান, অভিযোগ তদন্তে গিয়ে সত্যতা পাওয়া গেছে। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের কাছ থেকে বিদ্যালয়ের নানা অনিয়মের তথ্য পাওয়া গেছে।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে দেয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ্যে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


Facebook Comments Box

Posted ৯:৩৫ অপরাহ্ণ | বুধবার, ১৩ এপ্রিল ২০২২

Alokito Bogura। আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!