সোমবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শাক তোলাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের দায়ের কোপে দু’ভাইয়ের মাথা জখম

আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি   বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩
166 বার পঠিত
শাক তোলাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের দায়ের কোপে দু’ভাইয়ের মাথা জখম

বগুড়ার সোনাতলায় শাক তোলাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের দায়ের কোপে আপন দু ভাইয়ের মাথা জখম হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন পৌর এলাকার কানুপুর গ্রামের ছাত্তারের ছেলে শাহজাহান ও বেলাল। ঘটনাটি ঘটেছে ১জুন বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর এলাকার কানুপুর (সাহাপাড়া) গ্রামে।

এ ঘটনায় আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন আগে আঃ ছাত্তার তার ভাগিনা আব্দুর রশিদ এর জমিতে পাট শাক তোলার সময় আরেক ভাগিনা ধলু মিয়ার স্ত্রী তার দেবরের জমি সূত্রে আঃ ছাত্তারকে বাধা দেয়। এরপর বৃহস্পতিবার ধলু মিয়ার স্ত্রী আঃ ছাত্তারের এক ভাই শালদার এর জাংলা থেকে গম ভাজরাপাতা তোলে। এসময় আঃ ছাত্তার তার ভাগিনা ধলুর স্ত্রীকে বলে সেদিন তোমার দেবরের জমির পাটশাক তুলতে আমাকে নিষেধ করলে আজ আমার ভাইয়ের জাংলা থেকে গম ভাজরাপাতা তুলছো কেন। এই কথা বলায় ধলুর স্ত্রী তার মামা শ্বশুর ছাত্তার মোল্লাকে কটু কথা বলে। এতে করে উভয়ের মধ্যে বাকবিতন্ডা সুরু হয়। এর প্রেক্ষিতে ছাত্তারের দুই ছেলে শাজাহান ও বেলাল তার ফুফাতো ভাই ধলুর স্ত্রী কে শাসন মূলক কথা বলে।


এসময় তাদের চাচাতো ভাই শামীম ঘটনাস্থলে এগিয়ে যায় এবং ধলুর স্ত্রীর পক্ষ নিয়ে বেলাল ও শাজাহানের উপর ক্ষিপ্ত হয়। কথাকাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এদিকে পাশেই জমির সীমানা মাপযোগ করা অবস্থায় শামীম এর বড় ভাই মোতালেব তার হাতে থাকা দা নিয়ে এগিয়ে আসে এবং তার ছোট ভাই শামীম এর সাথে ধস্তাধস্তি দেখে দা দিয়ে তার জ্যাঠাতো ভাই শাহজাহানের মাথায় কোপ দেয়। এতে শাজাহানকে রক্ষা করতে বড় ভাই বেলাল এগিয়ে গেলে মোতালেব বেলালের মাথায়ও ওই দা দিয়ে স্বজোরে কোপ দেয়। এতে দু ভাইয়ের মাথায় গুরুতর জখম হলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। অবর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে। শামীম ও মোতালেব আঃ ছাত্তারের আপন সহদর ভাই সেকেন্দার মোল্লার ছেলে।

আহত সূত্রে জানা যায, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ বিষয়ে সেকেন্দার ছেলে মোতালেব ও শামীম এর সাথে কথা বলতে চাইলে তারা নিজেরা আত্মগোপন করে থাকে।

Facebook Comments Box


Posted ৯:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

Alokito Bogura || আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

সহ-বার্তা সম্পাদক: মোঃ সাজু মিয়া

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!