গাবতলী (বগুড়া) প্রতিনিধি: ১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আজ বুধবার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এক আলোচনা সভা ইউএনও মোঃ আফতাবুজ্জামান আল-ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দিবসটির গুরুত্ব তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সরকার পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রবীন শিক্ষক ধন্য গোপাল সিংহ, বীর মুক্তিযোদ্ধা হুমায়ন আলম চঁান্দু, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম রন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, থানার
ওসি সনাতন চন্দ্র সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, পিআইও রাশেদুল ইসলাম, প্রমুখ।
এসময় সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয়
সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, যুদ্ধপরবর্তী সময়ে বাঙ্গালী জাতি যেন ভবিষৎতে মাথা উঁচু করে দঁাড়াতে না পারে এজন্য পরিকল্পনা করে পরাজিত শক্তিরা। পরিকল্পনা
অনুযায়ী জাতিকে মেধা শুন্য করতে শিক্ষক, আইনজীবী, কবি, ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিকসহ জাতির ১হাজার ১১জন বুদ্ধিজীবি সূর্যসন্তানকে নৃশংসভাবে হত্যা করেছিল একাত্তরের ঘাতকরা। আলোচনা শেষে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এরআগে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুড়ালে পুস্পস্তম্বক অর্পন করা হয়।
Posted ৬:৫৪ অপরাহ্ণ | বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD