বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের দক্ষিণ আটকড়িয়া গ্রামে ব্যবসায়ী সুজাউল হক সুজা হত্যার মূল আসামী তার সহদর ভাই আব্দুল মালেককে পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে ঢাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ১মে সোমবার দিবাগত রাতে যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। এ মামলা অন্যান্য আসামীরা এখনো পলাতক রয়েছে।
আজ ২মে (মঙ্গলবার) আব্দুল মালেককে আদালতে প্রেরণ করেছে সোনাতলা থানা পুলিশ।
উল্লেখ্য যে, উপজেলার দক্ষিণ আটকড়িয়া গ্রামের মৃত নান্নু বেপারী তিন ছেলে বাবলু,সুজা ও মালেক বেপারীর মধ্যে বাড়ির সিমানা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে ২৪ এপ্রিল (সোমবার) সিমানা প্রাচীর উঠানো নিয়ে আবারো তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এতে সুজা আহত হলে প্রথমে তাকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। রোগির অবস্থা আশঙ্খাজনক হওয়ায় চিকিৎসকরা
তাকে বগুড়া সজিমেক হাসপাতালে রেফার্ড করে। বগুড়া যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এ হত্যাকান্ডের ঘটনায় মৃতের স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে থানায় ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে।
এ বিষয়ে সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান মামলার মুল আসামী আব্দুল মালেককে গ্রেফতারের পর আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, বাকী আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Posted ৬:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ মে ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD