দেশের চলচ্চিত্র অঙ্গনে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না। সেই তালিকায় বরাবরই আলোচিত পরীমণি। অবশেষে প্রকাশ্যে এসেছে দেশের চলচ্চিত্র অঙ্গনে আলোচিত তারকা জুটি রাজ-পরীর ডিভোর্সের কপি। এবার অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ ঘটালেন ঢাকাইয়া চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি।
এই চিত্রনায়িকা অভিনেতা শরিফুল রাজকে সোমবার (১৮ সেপ্টেম্বর) ডিভোর্স লেটার পাঠিয়েছেন। তালাকের সেই কপি গণমাধ্যমে এসেছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা।
এর আগে একাধিকবার তাদের ডিভোর্সের গুঞ্জন শুনা গেলেও এবার ডিভোর্সের কপি গণমাধ্যমকে পাঠিয়েছেন খোদ পরীমণি।
Posted ১:১৪ অপরাহ্ণ | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD