রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা রোববার সকালে রাজশাহীতে ডিআইজি অফিসের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগস্ট মাসের শ্রেষ্ঠ ইউনিট হিসেবে সম্মাননা পেয়েছে বগুড়া জেলা পুলিশ। একই সঙ্গে শ্রেষ্ঠ পুলিশ সুপার হওয়ার সম্মাননা পেয়েছেন বগুড়ার সুদীপ কুমার চক্রবর্তী। সভায় শ্রেষ্ঠদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ডিআইজি আবদুল বাতেন।
অপরাধ ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য-অস্ত্র উদ্ধার, মামলা নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, অপমৃত্যু মামলা নিষ্পত্তি, ননএফআইআর প্রসিকিউশন, জিডি নিষ্পত্তি, নারী-শিশু-বয়স্ক-প্রতিবন্ধী হেল্প ডেস্কের সেবামূলক কার্যক্রমসহ সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সম্মননা দেয়া হয়। আগস্ট মাসে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে প্রথম স্থান অধিকার করেছে বগুড়া জেলা পুলিশ।
রাজশাহীর মধ্যে বগুড়া আরো যারা শ্রেষ্ঠ হয়েছেন তারা হলেন , সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) তানভীর হাসান, সদর থানার এএসআই ডন কংকন বর্মণ।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফয়সাল মাহমুদ বলেন, মাদক নির্মূলসহ অপরাধ দমনে বগুড়ার আইন-শৃঙ্খলা বাহিনী অঙ্গীকারবদ্ধ। আগস্ট মাসের মতই সামনের দিনগুলোতে টিম বগুড়ার কার্যক্রম চলমান থাকবে।
Posted ৫:২১ অপরাহ্ণ | রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD