বগুড়ায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও রহস্য উদঘাটনসহ একাধিক কারণে রাজশাহী রেঞ্জে পুনরায় শ্রেষ্ঠ হয়েছে বগুড়া জেলা পুলিশ।
সোমবার (১১ এপ্রিল) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা কনফারেন্স রুমে মার্চ ২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আব্দুল বাতেন।
রাজশাহী রেঞ্জের মার্চ-২২ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ৮টি জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে বগুড়া জেলা পুলিশ। এ অনুষ্ঠানে অনন্য পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ রাজশাহী রেঞ্জের সকল জেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করেছেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
এছাড়াও বগুড়া জেলার সদর থানার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহিদুল হক এবং শ্রেষ্ঠ এএসআই হয়েছেন বগুড়া সদর থানার এএসআই ও গোকুল ইউনিয়নের সহকারী বিট ইনচার্জ (নিরস্ত্র) আব্দুল লতিফ।
বিষয়টি সম্পর্কে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানিয়েছেন, “রাজশাহী রেঞ্জের মধ্যে জেলা পুলিশ বগুড়া’র শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে শুধুমাত্র গর্বিত ও অদম্য পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, কর্মস্পৃহা, আন্তরিকতা, নিষ্ঠা, দায়বদ্ধতা ও দৃঢ় মানসিকতার কারণে”।
Posted ১২:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD