মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মুজিব মুর্যাল চত্বরে ৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতার কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সামস্, ৪০ই বেঙ্গল মেকামাইজড বগুড়া সেনাবাহিনী, চারঘাট মডেল থানার উপ-পরির্দশক শাহ আলম, ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক, চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু ও উপজেলা নিবার্হী অফিস এর অফিস সহকারী হাফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগিতাবৃন্দ ।
চারঘাট উপজেলা পরিষদ থেকে সরদহ ইউনিয়নের ঝিকরা প্রাথমিক বিদ্যালয় পর্ষন্ত ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে ফিরে আসবেন। এই ম্যারাথন প্রতিযোগিতায় ১০ জন বিজয়ীদের মাঝে বিশেষ পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।
Posted ৯:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD