রাজশাহীর চারঘাটের মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর। প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্প দুর্যোগ সহনীয় গৃহনির্মানে গ্রামীন অবকাঠামো কাবিটা কর্মসূচীর আওতায় ভুমিহীন ও গৃহহীন পরিবারদের জন্য সরকারী খাস জমিতে গৃহ নির্মানের কাজ চলছে পুরোদমে।
”আশ্রয়নের অধিকার প্রধানমন্ত্রীর উপহার” এই স্লোগানকে সামনে রেখে উপজেলার এই ভুমিহীন গৃহহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসন উপহার হিসেবে দেয়া খাস জমিতে গৃহনির্মানের কাজ করছে উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই গৃহহীনদের জন্য অক্লান্ত পরিশ্রম করে ঘর নির্মান কাজ চলছে।
উল্লেখ্য যে, উপজেলার চারঘাট ইউনিয়নে ৪টি, নিমপাড়া ইউনিয়নে ৫টি, সরদহ ইউনিয়নে ৪টি ও শলুয়া ইউনিয়নে ২টি ’ক” শ্রেণীভুক্ত পরিবারদের পুর্নবাসনের জন্য প্রতিটি পরিবারকে ২ শতাংশ জমি বন্দবস্ত দিয়ে এই জমির উপর পাকা ঘর তৈরি করে দেয়া হচ্ছে। দুই কক্ষবিশিষ্ট এই ঘরে রান্নাঘর, সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুবিধা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা বলেন, ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ১৫টি আধাপাকা ঘর বরাদ্দ পেয়েছি । নির্মানকাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ২৩ জানুয়ারী প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে নির্মানকৃত ঘরের চাবি ও বন্দোবস্তকৃত জমির দলিল প্রকৃত ভুমিহীন পরিবারের কাছে হস্তান্তর কর হবে।
উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম বলেন, সারা দেশের ন্যায় এই উপজেলায় কেউ গৃহহীন থাকবে না। মুজিব শতবর্ষে গৃহহীনদের মাঝে ঘর প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রীর করা নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়িত হচ্ছে।
Posted ৩:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD