রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বৃহস্পতিবার বিকেল ৪টায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আসন্ন ২৮ ফেব্রুয়ারী পৌরসভা নিবার্চন উপলক্ষে আওয়ামীলীগের দলীয় মনোনীত নৌকা মার্কা প্রতিকে একরামূল হককে বিজয়ী করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।
বিষেশ অতিথি ছিলেন চারঘাট-বাঘা সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সদস্য রায়হানুল হক রায়হান, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার, কাটাখালি পৌর মেয়র আব্বাস উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান, চেয়ারম্যান গোলাম কিবরয়িা বিপ্লব, চারঘাট পৌর আওয়ামীলীগ সভাপতি সাজ্জাদ হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন, সাধারন সম্পাদক নাজমূল আলমসহ স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আগামী ২৮ ফেব্র“য়ারী পৌর সভা নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী একরামূল হক এর নৌকা প্রতীককে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে এক সঙ্গে কাজ করার আহবান জানান ।
Posted ৯:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud