রাজবাড়ী প্রতিনিধি: ১৯বছর পর রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ঠা মার্চ) বেলা ১১টার দিকে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি হিসেবে মো. শওকত হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে মো. নুরুজ্জামান মিয়া সোহেল এর নাম ঘোষণা করেন । বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের পরিবেশনের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এ সময় সংগঠনের দলীয় পতাকা উত্তোলন করেন, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
সম্মেলনের প্রথম অধিবেশনে (আলোচনা সভা) জেলা যুবলীগের আহ্বায়ক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান (এমপি), রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রমূখ।
রাজবাড়ী পৌরসভা হলরুমে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি হিসেবে মো. শওকত হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে মো. নুরুজ্জামান মিয়া সোহেল এর নাম ঘোষণা করা হয়।
Posted ১১:৩৮ অপরাহ্ণ | শনিবার, ০৪ মার্চ ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD