রমজান মাসে দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী স্বার্থ সংরক্ষন কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত। আজ সোমবার দুপুর ১২টায় বগুড়া শহরের সাতমাথায় বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী স্বার্থ সংরক্ষন কমিটির উদ্যোগে পবিত্র রমজান মাসে চাল, ডাল, তেল, লবণ, পেয়াজ, মরিচ, বুট, মশলা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যে উর্ধ্বগতির প্রতিবাদ ও ১৫-২০ রমজান এর মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস ও উৎসব ভাতা প্রদান, বকেয়া বেতন পরিশোধ, শ্রমিককের নিয়োগপত্র ও পরিচয় পত্র প্রদান, ২০০০০ জাতীয় মজুরী ঘোষণার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন- সম্মিলিত শ্রমিক-কর্মচারী স্বার্থ সংক্ষণ কমিটির সভাপতি আলমগীর হোসেন আলম, উক্ত মানববন্ধন পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লিটন শেখ বাঘা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু।
আরো বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম, শ্রমিক নেতা মোশাররফ হোসেন স্বপন, মুহাঃ আব্দুল মোমিন মন্ডল, সুলতান পশারী, নূর মোহাম্মদ রাঙ্গা, ইমদাদুল হক সজল, আঃ সালাম, মাসুদ মন্ডল, সাহেল প্রাং, সুলতান আহমেদ, মিলন হাসান, শামীম আহমেদ, হযরত আলী, আবু রায়হান, আল আমিন হোসেন, স্মরণ, জাহিদুল সহ প্রমুখ নেতৃবৃন্দ।
Posted ১১:২২ অপরাহ্ণ | সোমবার, ২০ মার্চ ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD