বাংলাদেশ কৃষকলীগ রংপুর সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আজ বুধবার সকাল ১১টায় পাগলাপীর স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট রেজাউল করিম রাজু, রংপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কৃষিবিদ আলী আজম ও মফিজার রহমান রাজু।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বকসি, বাংলাদেশ আওয়ামীলীগ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক একেএম হালিমুল হক।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ এর কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ লুৎফুল বারী আল ওসমান, বাংলাদেশ কৃষক লীগ এর কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষকলীগ রংপুর সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আশরাফুল আলম বাবু (এমবিএ)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষকলীগ রংপুর সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব প্রভাষক তপন চক্রবর্তী।
Posted ১১:৫২ অপরাহ্ণ | বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD