যুব সমাজই পরে সমাজকে সুন্দর করে সাজাতে। খেলাধুলাই পারে সমাজে বিভিন্ন অপরাধ মূলক কাজ থেকে যুব সমাজকে দূরে রাখতে। মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নাই। শুক্রবার বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের চাঁদপুর সোনারপাড়া যুব সমাজের উদ্যোগে শীত বস্ত্র বিতরন, সেচ্ছায় রক্ত দান, বৃক্ষ রোপন, গ্রাম পরিস্কার ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলি বলেন, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি মনোনিত পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ রেজাউল করিম বাদশা।
তিনি চাঁদপুর যুবসমাজের কর্মসুচী দেখে অভিভুত হয়ে বলেন, দেশের প্রতিটি এলাকার যুবসমাজ যদি এরকম কর্মসূচী হাতে নিয়ে কাজ করত তাহলে সমাজে আর সন্ত্রাস ও মাদক ঠাই পেতনা। প্রধান অতিথি একে একে, সেচ্ছায় রক্ত দান, বৃক্ষ রোপন, গ্রাম পরিস্কার, ক্রীড়া প্রতিযোগিতা ও শীর্তথ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরনের উদ্বোধন করেন।
প্রধান উদ্দ্যোক্তা সাবেক ছাত্রনেতা ও নিশিন্দারা ইউপি নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যন প্রার্থী রাজিবুল করিম রাফির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপিনেতা রওশন আলী আলো, শাহিনুর ইসলাম টম্পি, নূরুল আমীন, মনোয়ার হোসেন বিপ্লব, সহিদুল ইসলাম নান্টু, শাহ আলম জনি, সোহাদ প্রামানিক, ফারুক, নাহিদ হাসান, সজল প্রমুখ। অনুষ্ঠানে সন্ধানী’র সহযোগিতায় রক্ত দান কর্মসূচী পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল ও ফলজ গাছ বিতরন করা হয়।
Posted ১২:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD