যাচ্ছি ডুবে রসাতলে
এস আই.মানিক
জন্ম সুত্রে আমরা মানুষ
কারো গায়ে লেখা নেই,
কে-যে ভালো কে-যে খারাপ
ব্যবধানটা এখানেই।
হাজার কিলো পারি দিয়ে
শহরটাকে যাই ছাড়িয়ে,
নৌকা কিংবা গাড়ি দিয়ে
তেপান্তরে যাই হারিয়ে।
একটু খানি সুখের খোঁজে
ছোট বড় সবার মাঝে,
বিলিন করে আবেগটারে
ঘরে ফিরি সন্ধ্যা সাঁঝে।
স্বাধীন ভাবে বাঁচবো বলে
চিনতা ভুলে হাঁসবো বলে,
নানান রঙ তামার ছলে
যোগ বিয়োগও যাচ্ছি ভুলে।
শান্তি পাবো কোথায় গেলে
রাজ পথে-না গভির জলে,
যাচ্ছি ডুবে রসাতলে
শরির নামক খাঁচার জেলে।।
Posted ৪:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ০১ এপ্রিল ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD