বগুড়ার সোনাতলা উপজেলার গোসাইবাড়ি গ্রামের মরহুম মোকারম হোসেন এর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে “মোকারম ফাউন্ডেশনে’র উদ্যোগে অর্থায়নে এলাকার অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
১৮ আগস্ট সকালে জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামে বিতরণ উপলক্ষে মোকারম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো.জাহিদুল ইসলাম জাহিদ এর সভাপতিত্ব আলোচনা সভা ও মরহুমের আত্মার শান্তি কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগেল সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন।
আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তাকিম হোসাইন, রাজিবুল ইসলাম রক্তিম, সূর্য চন্দ্র, বদিউজ্জামান মুকুল ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং মরহুমের পরিবারের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে বিশাল মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।
Posted ১১:২৭ অপরাহ্ণ | শনিবার, ১৯ আগস্ট ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD