বগুড়ার শিবগঞ্জে মোকামতলা তুলার গোডাউনে আগুন, ৩ লক্ষাধিকটাকা ক্ষতি সাধন, পুলিশ ও ফায়ার সার্ভিস এর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে।
জানা যায়, উপজেলার মোকামতলা ইউনিয়নের মোকামতলা-জয়পুর মোড় রাস্তার পূর্ব পাশে মোকামতলা কাশিপুর গ্রামের মৃত আব্দুল জব্বার আকন্দ ছেলে সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক আকন্দের টিনশেড তুলার গোডাউনে ১৩ এপ্রিল গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে লেগে গোডাউনের সমস্ত তুলা পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মোকামতলা ফাঁড়ির পুলিশ ইউনিট ও ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রণে আনে।
এব্যাপারে গোডাউনের স্বত্বাধিকারী মালেক বলেন, পূর্ব শত্রæতার জের ধরে কে বা কাহারা আগুন লাগিয়েছে। আমার গোডাউনে বিদ্যুৎ সংযোগ ছিলো না। গোডাউনে আগুন লাগায় তার প্রায় ৩ লক্ষাধিক টাকা ক্ষতিসাধন হয়েছে।
Posted ৭:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD