গাইবন্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ও শালমারা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গণশুনানী অনুষ্ঠিত হয়। উক্ত গণশুনানীকে কেন্দ্র করে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় ৩ জনের আহতের ঘটনা ঘটেছে। গত ২৬ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুইদিন পর পরিত্যক্ত মহিমাগঞ্জের ঘোষপাড়া অটো মিলের গোডাউন থেকে ইউপি সদস্য নির্বাচনের সাধারণ সদস্য পদের অব্যবহৃত ব্যলট উদ্ধার হয়।
ঐদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্চন কর্মকর্তা বিষয়টি পুনরায় তদন্ত করার আশ্বাস দিয়ে ব্যলট জব্দ করেন এবং পরাজিত প্রার্থীদের নিকট থেকে লিখিত অভিযোগ গ্রহণ করেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহাতাব উদ্দীনের নেতৃত্বে একটি তদন্তদল উপজেলা পরিষদের হলরুমে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তার মধ্যে তদন্তকাজ শুরু করে। এ সময় তদন্তস্থলের বাইরে ওই দুই ইউনিয়নের চেয়ারম্যানের পক্ষ-বিপক্ষের সমর্থকরা পাল্টাপাল্টি মিছিল করে।
পরাজিত প্রার্থী ও সমর্থকরা শিংজানি কেন্দ্রের ভোট বাতিল করে পূনরায় গ্রহণ করার দাবিতে দফায় দফায় মিছিল করে। অপর পক্ষ ফের ভোট গ্রহণের বিরুদ্ধে মিছিল করে। এক পর্যায়ে দুপুরে উভয়পক্ষের সমর্থকরা লাঠি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইটপাটকেলের আঘাতে যুবলীগ নেতা কাইয়ুমসহ উভয়পক্ষের তিনজন আহত হন। পরে আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন বলেন, তদন্তস্থলের বাইরে বিশৃঙ্খল ঘটনা ঘটলেও পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
Posted ১০:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD