গোলাম রব্বানী শিপন, মহাস্থান: বগুড়ার মহাস্থান প্রেসক্লাবের উদ্যোগে দেশের কল্যাণ কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে সহ-সভাপতি আব্দুর রহিম সাজুর সঞ্চালনায় এক আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, মহাস্থান প্রেসক্লাব এর সভাপতি আনিছুর রহমান মিটু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি।
তিনি ইফতার পূর্ব মূহুর্তে আলোচনায় বলেন, আল্লাহ পাকের অশেষ রহমত আমাদের প্রতি যে আমরা পবিত্র রমজানের ১২তম দিনে এসে পৌঁছেছি। এ মাস আল্লাহ তা‘আলার এক বিশেষ নিয়ামত। এটি সাওয়াব অর্জন করার মাস। সাওয়াবের মওসুম। রহমাত, বরকত ও নাজাতের বার্তা নিয়ে আসে রমজান মাস। মহাস্থান প্রেসক্লাবে প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আপনারা ন্যায়, নীতি নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। পবিত্র রমজান মাসে রোজার ফজিলত ও তাৎপর্যপূর্ণ নিয়ে লেখালেখি করবেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন, মহাস্থান প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রহিম সাজু।
এসময় উপস্থিত ছিলেন, মহাস্থান প্রেসক্লাবের সহ-সভাপতি তাহেরা জামান লিপি, সাধারণ সম্পাদক এসআই সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুনছুর রহমান আকাশ, প্রচার সম্পাদক আব্দুল বারী, নির্বাহী সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাছেত, আব্দুল হান্নান টগর, ইকবাল হোসেন, আজিজুল হক বিপুল, শাকিকুল ইসলাম শাকিল প্রমূখ।
Posted ১০:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD