বুধবার ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

মহাস্থানে মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

এস.আই সুমন, স্টাফ রিপোর্টার   মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২
186 বার পঠিত
মহাস্থানে মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

নেশা নয়, স্বাস্থ্যই হোক জীবনের নতুন প্রত্যাশা, এই প্রত্যয় নিয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপ বিরোধী প্রতিবাদী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল ৫টায় শিবগঞ্জ থানার বিট পুলিশের আয়োজনে মহাস্থান মাযার ঈদগাঁহ মাঠে স্থানীয় এলাকাবাসীদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ কুমার দাস (পিপিএম)।


এসময় তিনি বলেন, মাদক দ্রব্য মানব জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর ও বিপদজনক। মাদক আজ সামাজিক ব্যাধি থেকে রাষ্ট্রীয় ব্যাধিতে পরিণত হয়েছে। ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ ও জাতি বিধ্বংসকারী মরণব্যাধি মাদক আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। তাই এলাকার সচেতন ব্যক্তিদের দৃষ্টিকোণ থেকে জঘন্য এহেন ঘৃণ্য দ্রব্যের প্রস্তুতকারক, বিক্রি ও সেবনরোধে চাই সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। পাশাপাশি অসামাজিক কার্যকলাপে যারা জড়িত তাদের চিহৃিত করে আমাদের তালিকা দিন। আমরা আইনের মাধ্যমে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা নিব৷

তিনি আরো বলেন, মহাস্থানগড় একটি ওলী-আউলিয়ার এলাকা। এখানে শায়ীত আছেন বিখ্যাত ওলীয়ে কামেল। হযরত শাহ সুলতান বলখী (রহঃ)। তার মাজারের পবিত্রতা রক্ষার্থে কোন মাদক বিক্রেতা ও অসামাজিক কার্মকান্ড যারা জড়িত কেউ ছাড় পাবে না।


রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি বলেন, রায়নগর ইউনিয়নে মাদকের শেকড় তুলতে বিশেষ ভুমিকা রাখা হয়েছে। মাদক ব্যবসায়ী ও আইনী অপরাধীরা যতই আত্মগোপন করে তাদের কার্যক্রম চালাক না কেন কেউ পার পাবে না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ থানার এসআই বিরঙ্গ দাস, এএস আই উজ্জল হোসেন, রায়নগর ইউপির ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, ৯নং ওয়ার্ডের ইউপি বেলাল হোসেন মন্ডল, সাংবাদিক গোলাম রব্বানী শিপন, সমাজ সেবক মোশাররফ হোসেন।


এসময় উপস্থিত ছিলেন, ইন্না মিয়া, সমাজ সেবক মোশাররফ হোসেন,মোজাফফর হোসেন, মাওলানা মোঃ মামুনুর রশীদ,বিশিষ্ঠ ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া,সিরাজুল ইসলাম সহ সাংবাদিক, সুধিজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক মুনসুর রহমান আকাশ।

Facebook Comments Box

Posted ৭:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২

Alokito Bogura || আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

সহ-বার্তা সম্পাদক: মোঃ সাজু মিয়া

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!