রিমন আহম্মেদ বিকাশ: বগুড়ার সোনাতলা উপজেলার চরপাড়া বাজারে মরাগরুর মাংস বিক্রি করার দায়ে ভ্রাম্যমান আদালতে জেলাল প্রামানিক নামের এক কসাইয়ের ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলাল জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামের মন্টু কসাইয়ের ছেলে।
সহকারী কমিশনার(ভূমি) কুরশিয়া আক্তার এ জরিমানা করেন।
জানা যায়, জেলাল কসাই প্রতি দিনের ন্যয় ২৪ জুলাই সোমবারও চরপাড়া বাজারে তার সততা মাংসের দোকানে মাংস বিক্রি করছিল। কয়েকজন ক্রেতা মাংস কিনতে এসে মাংসের দুর্গন্ধ ও মাংসের কালার দেখে সন্দেহ হলে প্রশাসনকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে সহকারী কমিশনার উপজেলা প্রাণীসম্পদ অফিসার নুসরাত জাহান লাকী ও থানা পুলিশকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। সেখানে প্রাণী সম্পদ অফিসার মাংস দেখে সহকারী কমিশনারকে বলেন, মাংসগুলো ভালো না এবং এ মাংসগুলো সন্দহজনক। তখন প্রশাসনের ব্যাপক জিঞ্জাসাবাদে জেলাল কসাই মাংসগুলো মরাগরুর বলে শিকার করে। এতে সহকারী কমিশনার কুরশিয়া আক্তার ২০১১ সালের পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলাল কসাইকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের জেল শুনানি দেন।
জেলাল কসাই জরিমানার টাকা পরিশোধ করলে এবং ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটানোর প্রতিশ্রুতি দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি আলোকিত বগুড়া’কে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Posted ৬:৫৬ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD