ঢাকার মতিঝিল থানার নাশকতার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আদালত।
এর আগে ৬ এপ্রিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রচারপত্র বিলির সময় বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল থেকে ইশরাককে গ্রেফতার করে মতিঝিল থানা-পুলিশ।
সে সময় মতিঝিল থানার ওসি ইয়াসির আরাফাত বলেন, ২০২০ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় আদালত থেকে তার পরোয়ানা জারি ছিল। এর ভিত্তিতে তাকে গ্রেফতার করেছি। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
Posted ১:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD