বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের উদ্যোগে ও পেট্রাপ্রোডাক্টসের সহযোগিতায় চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসাবে সনদপত্র ও পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মকলেছার রহমান। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপদেষ্টা প্রধান শিক্ষক নূর ইসলাম, পরিচালক আসমাউল হুসনা, সদস্য সচিব মুন্নি রায় শান্তনা, সমন্বয়কারী আবু তাহের রানা, ইনসান আলী বয়াতী, সদস্য সুব্রত চন্দ্র ঘোষ, প্রশিক্ষক মামুনুর রশিদ প্রমুখ।
এদিন তালোড়া পৌরসভা সহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩টি গ্রুপে ৫০জন শিক্ষার্থী এ চিত্রাংকণ প্রতিযোগিতায় অংশ নেয়। এদের মধ্যে ৩টি গ্রুপের ১৫জনকে বিজয়ী ঘোষণা করে সনদপত্র ও পুরুস্কার প্রদান করা হয়। অন্যান্য প্রতিযোগীদের সনদপত্র ও শান্তনা পুরুস্কার প্রদান করা হয়।
Posted ৭:৩২ অপরাহ্ণ | শনিবার, ২০ মে ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD