বলনা সখি সত্য করে
ভালোবাসার কষ্ট
বুকের ভেতর তুষেরআগুন
জীবন হলো নষ্ট।
বলনা সখি লুকিয়ে রাখা
প্রেম সোহাগের গল্প
অন্ধকারের যাত্রী হয়ে
সুখ পেয়েছি অল্প।
প্রেম বাগানে ঢুকতে গিয়ে
বিঁধে ফুলের কাটা
ফিনকি দিয়ে রক্ত বেরোয়
মাটির দেহ ফাটা।
সত্যিকারের ভালো আছিস
কাটছে জীবন সুখে
এই পৃথিবীর রঙ্গ শালায়
থাকবো না হয় দুখে।
নির্বোধকে ভুলে গেছিস
ঘর বেঁধেছিস স্বর্গে
এই অধমের জায়গা এখন
হাসপাতালের মর্গে।
[প্রিয় পাঠক, আপনিও আলোকিত বগুড়া অনলাইনের অংশ হয়ে উঠুন। বিভিন্ন সম-সাময়িক বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন- alokitobogura@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Posted ১১:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD