রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট। আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ১৮বছর। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউতে তখনকার বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় নিহত ও আহতদের স্মরনে বগুড়ার সোনাতলা উপজেলা কৃষকলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২১ আগষ্ট রবিবার বিকালে উপজেলা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু। সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড, সাংগঠনিক সম্পাদক অসিম কুমার জৈন নতুন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শিপলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটোসহ কৃষকলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতা কর্মী।
Posted ৯:৫১ অপরাহ্ণ | রবিবার, ২১ আগস্ট ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD