আজ ২২জুন (বুধবার) দুপুর ১২টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বগুড়ার সোনাতলা শাখার অধীনে গাইবান্ধা জেলার সাঘাটা থানার বোনারপাড়ায় ৭ম এটিএম বুথের উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া জোনাল হেড মোঃ রেজাউল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা শাখা ব্যবস্থাপক মোঃ তৌহিদ রেজা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের অফিসার মোঃ শাহ্ রনজু, ইসলামী ব্যাংক বোনারপাড়া এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী মোঃ আহসান কবীর।
উদ্বোধনকালে প্রধান অতিথি মোঃ রেজাউল ইসলাম বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইসলামী ব্যাংক কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় সোনাতলা শাখার অধীনে আজ আমরা ৭ নাম্বার এটিএম বুথ স্থাপন করলাম। আশাকরি এ এলাকার মানুষজন এর সুফল ভোগ করবে।‘
ইসলামী ব্যাংক সোনাতলা শাখা ব্যবস্থাপক মোঃ তৌহিদ রেজা বলেন, ‘ইদের আগে মানুষ যেনো নির্বিগ্নে টাকা তুলতে পারে এজন্য আমরা এটিএম বুথ স্থাপন করলাম।‘
আরও উপস্থিত ছিলেন সাঘাটা চাউল কল সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন প্রধান, রাজনীতিবিদ মোহাম্মদ আলী, বিআরডিবির সভাপতি মঞ্জুর মোরশেদ, ডাঃ এনামুল হক, হাসানুর রহমান সৈকত প্রমুখ। এসময় স্থানীয় লোকজন বোনারপাড়ায় পুর্নাঙ্গ একটি ইসলামী ব্যাংকের শাখার দাবি জানায়।
Posted ৮:৪৩ অপরাহ্ণ | বুধবার, ২২ জুন ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD