যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে২০পিছ স্বর্ণ সহ ১/ লিটন হোসেন ২/ হাফিজুর রহমান নামে দুই পাচারকারী কে আটক করেছে ২১বিজিবি। ১৪ ফেব্রুয়ারি(সোমবার) সকালে বালুন্ডা কেষ্টপুর গ্রামস্থ পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে। ৩.৮৯১ কেজি ওজনের ২০টি সোনার বার, ০১টি মোটর সাইকেল, ০৩টি মোবাইলফোন এবং নগদ ৬,৩৯০টাকাসহ তাদের কে আটক করা হয়।আটকৃত আসামিরা হলো, আলী হোসেনের ছেলে লিটন ও আজিজুর রহমানের ছেলে হাফিজুর রহমান উভয় বেনাপোল পোর্ট থানাধীন গ্রামের বাসিন্দা।
২১খুলনা ব্যাটালিয়ন অধিনায়ক মোহাম্মদ মনজুর-ই-এলাহী, পিএসসি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে পুটখালী বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৮ আর পিলার হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বালুন্ডা কেষ্টপুর গ্রামস্থ পাকা রাস্তার উপরে তল্লাশি অভিযান পরিচালনা করে। উক্ত তল্লাশি অভিযানে বিজিবি’র টহল দল দুজন মোটরসাইকেল আরোহী স্বর্ণ বার সহ দুই পাচারকারীককে আটক করে।আটকৃত ২০টি সোনার বার এবং অন্যান্য মালামালের আনুমানিক সিজার বাজারমূল্য-২,৪৯,৫১,০৯০/- (দুই কোটি উনপঞ্চাশ লক্ষ একান্ন হাজার নব্বই টাকা)।
আটককৃত স্বর্ণ পাচারকারীদের স্বর্ণের বার এবং অন্যান্য মালামাল সহ বেনাপোল পোর্ট থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে।
Posted ৫:১৭ অপরাহ্ণ | সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD