যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ রেজাউল (২৫) নামে এক মাদক বিক্রেতা আটক করেছে পুলিশ। রবিবার (৩রা জানুয়ারী) সকাল ৯ টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন মহিষাডাঙ্গা গ্রাম থেকে আটক করা হয়। আটকৃত আসামি মহিষাডাঙ্গা গ্রামের ইসমত আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানা ডিউটি অফিসার (এএসআই)মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় এক মাদক বিক্রেতা বিপুল পরিমাণ মাদকের একটি চালান নিয়ে মহিষাডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে এসআই রোকনুজ্জামানের নেতৃত্বে চৌকস দল অভিযান চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ বোতল ফেন্সিডিল সহ আসামি কে আটক করা হয়। আটকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর কোর্টএ সোপর্দ করা হবে।
Posted ৯:১১ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ জানুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD