যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪০বোতল ফেন্সিডিল সহ কামাল হোসেন(৩৫) ও রফিকুল ইসলাম(৪৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাব সদস্যরা। বুধবার(৬জানুয়ারি) দুপুরে দিকে যশোর র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে এই আটকের বিষয়টি জানিয়েছেন।
মাদক ব্যবসায়ীরা হলো: ভবারবেড় গ্রামের মৃত ইয়াকুব আলী’র ছেলে কামাল হোসেন ও একই গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে রফিকুল ইসলাম।
যশোর র্যা ব-৬ সিপিসি,৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে ৪০বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটক আসামীদেরকে বেনাপোল পোর্ট থানায় মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে হস্থান্তর করা হয়েছে ।
Posted ৪:১৩ অপরাহ্ণ | বুধবার, ০৬ জানুয়ারি ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD