যশোরের বেনাপোলে সীমান্ত থেকে ২০পিচ ইয়াবা সহ রনি ইসলাম (২৪) এক মাদক পাচারকারী আটক সোমবার (২২ফেব্রুয়ারি) সন্ধার দিকে বেনাপোল বলফিল্ড এর সামনে নুরোর মটর গ্যারেজের সামনে থেকে মাদক সহ তাকে আটক করা হয়। আটকৃত আসামি বেনাপোল পোর্টথানাধীন দিঘীরপাড় গ্রামের জয়নাল পাগলার ছেলে।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, গোপন খবর আসে আটকৃত মাদক পাচারকারী ইয়াবা নিয়ে বেনাপোল বলফিল্ডের সামনে অবস্থান করছে। এমন সংবাদে, এস আই মফিজুর রহমান, এস আইসোহেল রানা ও এসআই ওবির উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ইয়াবা সহ আসামিকে হাতেনাতে আটক করে। আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা নং-৩৮ তাং২২/২/২১ দিয়ে কোর্টে প্রেরন করা হবে।
Posted ২:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud