বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত প্রবেশের ১ বছর পর দেশে ফিরল এক যুবক। ভারত প্রবেশের পর থেকে দেশে ফিরার জন্য সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে আশার চেষ্টা করে ব্যার্থ হয়। এরপর সে ভারতের কোলকাতা নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনে আশ্রয় নেয়।
বুধবার (২৪শে ফেব্রুয়ারি) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত রঞ্জিত দেব মৌলভীবাজার জেলার পাত্রিকুল গ্রামের রিবোটি মোহন দেব এর ছেলে।
যশোর রাইটস এর এরিয়া কোয়াডিনেটর তৌফিকুর রহমান বলেন, ফেরত আসা রঞ্জিত দেবকে আপাতত যশোর তাদের নিজ শেল্টার হোমে রাখা হবে। এরপর তাকে পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, অবৈধপথে এক বছর আগে ভারতে পাড়ি জমায়। এরপর ভারতে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় দেশে ফেরে। ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ বলেন থানার আনুষ্ঠানিকতা শেষে তাকে যশোর রাইটস নামে একটি বেসরকারি এনজিও সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted ৯:০১ অপরাহ্ণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud