যশোরের বেনাপোল সীমান্ত থেকে১৮৯ বোতল ফেন্সিডিল সহ তিন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারী) রাতে বেনাপোল সীমান্তের দূর্গাপুর গ্রাম থেকে তাদের আটক করে। আটকৃত আসামীরা হলো, বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের মৃত লালচান মাঝীর ছেলে ইমরান হোসেন (২৯), দৌলতপুর গ্রামের আবু ছিদ্দিকের ছেলে মাহাবুর (২০) ও খুলনার খালিশপুর গ্রামের মৃত ফারুক ফারাজীর ছেলে বিল্লাহ ফারাজী (৩৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সীমান্ত থেকে মাদক নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। পরে দূর্গাপুর গ্রামের সাত্তারের বাড়ির সামনে ধাওয়া করে তিন জনকে ধরা হয়। এসময় তাদের কাছ থেকে১৮৯ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, আটক আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।তাদের যশোর আদালতে পাঠানো হবে।
Posted ৯:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD