যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ৫পিস্তল ৫টি গুলি ৪টি মোবাইল সহ পিতা পুত্র আটক। সোমবার (২৩মে) রাত বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের শাহজামাল কালুর বাড়িতে অভিযান চালিয়ে চালের ড্রামে তল্লাশি করে এসব অবৈধ অস্ত্র ও গুলিসহ তাদের আটক করে।
আটকৃত সোহেল রানা (৩০)বেনাপোল সাদিপুর গ্রামের মোঃ শাহ জামাল কালুর ছেলে ও তার পিতা শাহাজামাল কালু(৫০)ওই গ্রামের মৃত মানিক মোড়লের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট লেঃ কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, আমি ব্যাটেলিয়ানে যোগদানের পর সীমান্ত জুড়ে চোরাচালানী রোধ ব্যাপক তৎপরতা বৃদ্ধি করেছি। যার ফলশ্রুতিতে গত দু’দিন আগেও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ১০ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছি। রোববার রাতে আবারো গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যশোরের সীমান্তবর্তী অঞ্চল বেনাপোল রঘুনাথপুর এলাকায় দু’জন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র নিয়ে অবস্থান করছে। এ সময়ে সুবেদার আহসান উল্লাহের নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম যৌথভাবে অভিযানে পাঠানো হয়। রাত সাড়ে বারোটার দিকে তারা সেখানে অভিযান চালিয়ে ৫টি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ পিতা- পুত্র অস্ত্র ব্যবসায়ীকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।
Posted ১১:০১ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ মে ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD