যশোরের বেনাপোল বালুন্ডা বাজারে আশানুজ্জামান বাবলু(৪৮) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বাবলু বাগআঁচড়া ইউনিয়নের মহিষাকুড়া ৭ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য। আজ মঙ্গলবার(২১জুন) রাত ১০টার দিকে বাজার থেকে নিজ বাড়ীতে ফেরার পথে মুখোশধারী দুর্বৃত্তরা তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।সে মহিষাকুড়া গ্রামের রাহাজান আলীর ছেলে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা মুর্হুমুহ ৫/৬ টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে।হত্যার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
নিহত বাবলুর নামে ১০/১২টি মামলা আছে বলে নিশ্চিত করেছেন নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান।
Posted ১১:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুন ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD