যশোরের বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রাম থেকে ১টি পিস্তল, ১রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন সহ সুরুজ মিয়া (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্র্যার। বুধবার(৩নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়।সে বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের গোলাম আলীর ছেলে।
যশোর র্র্যার৬ ক্যাম্প জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র ব্যবসায়ী একটি অস্ত্রের চালান নিয়ে গয়ড়া গ্রামে পাঁকা রাস্তার পাশে অবস্থান করছে।সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র চালান সহ আসামিকে হাতে নাতে আটক করা হয়। অস্ত্র মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন র্র্যার এর দেওয়া অস্ত্র সহ আসামিকে বৃহস্পতিবার যশোর কোর্টে পাঠানো হবে।
Posted ৮:৩০ অপরাহ্ণ | বুধবার, ০৩ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD