সারা বছর তেমন একটা কাজ থাকে না ছাতা কারিগরদের। তবে বর্ষা যেন তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। কারণ, বর্ষা এলেই কদর বাড়ে তাদের। আর গেলো কয়েকদিনের টানা বৃষ্টির কারণে বগুড়ার ছাতা কারিগররাও ব্যস্ত সময় পার করছেন।
Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD