কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। আজ রবিবার দুপুরে বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে অভিভাবক, কিশোর-কিশোরী, ইউনিয়ন পরিষদ সদস্য ও শিক্ষকদের উপস্থিতিতে এ ঘোষণা দেন উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। অনুষ্ঠানের আয়োজন করেন উলিপুর উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ’র বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্প।
এসময় অনুষ্ঠানে বুড়াবুড়ি ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা মোঃ ইসাহাক আলী, বুড়াবুড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, বুড়াবুড়ি ইউপির কাজী মাওলানা মোঃ নুরনবী, সাংবাদিক মোঃ বুলবুল ইসলাম, আরডিআরএস’র উপজেলা সমন্বয়কারী আরিফ-উজ-জামান, বুড়াবুড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল লতিফ মিন্টু প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- আরডিআরএস বাংলাদেশ এর ইউনিয়ন ফেসিলিটেটর মোঃ আমিনুল ইসলাম, মোঃ নুর ইসলাম ব্যাপারী, মোঃ মঞ্জুরুল ইসলাম, জুলিয়া খানম জ্যোতি, নাসিমা বেগম ও আলিফা বেগমসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম, কাজী ও শিক্ষার্থীরা।
Posted ৭:১১ অপরাহ্ণ | রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD