বগুড়া শিবগঞ্জের বুড়িগঞ্জে মাদক ব্যবসায়ী ও তার আত্মীয় স্বজনের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গত ২৩ ফেব্রুয়ারি রাত ৯টায় বুড়িগঞ্জ ইউনিয়নের সোনাপুরা গ্ৰামের রাস্তায় মাদক ব্যবসায়ী রাজু (নাজু) (২৯) কে মাদকসহ আটকের সময় এই হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় ওই রাতেই রাজু (নাজু) ও তার মা পিয়ারাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আজ ২৪ ফেব্রুয়ারি দুপুরে হামলায় আহত পুলিশ সদস্য এস আই ছোহরাব বাদী হয়ে ২জনের নাম উল্লেখসহ আসামিদের গ্রেপ্তার করার লক্ষে নাম উল্লেখ না করে আরো কয়েক জনকে আসামী করে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছেন।
অন্যদিকে মাদক উদ্ধারের ঘটনায় রাজু (নাজু)সহ আরো কয় জনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
আহতরা হলেন শিবগঞ্জ থানার এসআই ছোহরাব, কনষ্টবল শামীম। আটককৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউপি’র সোনাপুরা গ্রামের মৃত মকলেছার রহমান (মগা)’র পুত্র রাজু (নাজু) ও তার মা পিয়ারা। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনার সময় রাজু নাজু’র থেকে (১০৯) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ সদস্যরা।
মামলা সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী নাজুর বাড়িতে মাদক আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে শিবগঞ্জ থানা পুলিশের এস আই ছোহরাব এর নেতৃত্বে একটি দল নাজু’র বাড়িতে যায়। মাদক উদ্ধারের পরে নাজু’র হাতে হাতকড়া পরানোর চেষ্টা করে পুলিশ সদস্যরা। এসময় নাজু তাদের পরিচয় জানতে চায় এবং ডাক চিৎকার দেয়। নিজেদেরকে পুলিশ সদস্য পরিচয় দিলে মাদক ব্যবসায়ী নাজু পালানোর চেষ্টা করে। পালানোর চেষ্টা ব্যর্থ হলে পুলিশের উপর হামলা করে।
এতে দুজন পুলিশ সদস্য আহত হন। এস আই ছোহরাব কে কিল ঘুষি মারতে মারতে ইট দিয়ে পায়ের উপর ভালোমত আঘাত করে হামলাকারীরা।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস পিপিএম, ও ইন্সপেক্টর (তদন্ত) হাসমতউল্লাহ ২৩ ফেব্রুয়ারি রাতে ঘটনারস্হানে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার করে মাদক ব্যবসায়ী নাজুকে আটকের সময় পুলিশের উপর হামলা করে। এতে আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অপরাধে একটি এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ৭:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD