রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) বগুড়া জেলা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি ক্যাফেতে আরজেএফ এর কেন্দ্রীয় স্থায়ী পরিষদ সদস্য ও বগুড়া জেলা শাখার সভাপতি শাহ্ মেহেদী হাসান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক দিনক্ষণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক খন্দকার আব্দুর রশিদ প্রবাল।
সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ শামিমুল ইসলাম বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুর রহমান আপেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ সেকেন্দার আলী বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক সরকার, মহিলা বিষয়ক সম্পাদক হাফসা খাতুন, সাধারণ পরিষদ সদস্য স্বজল সরকার, সাধারণ পরিষদ সদস্য মোঃ শফিকুল ইসলাম মোহন, সাধারণ পরিষদ সদস্য মোঃ মামিনুর রহমান মামুন ও মানবাধিকার কর্মী মোঃ মাহবুব জামান মিলন ।
Posted ১০:৩৫ অপরাহ্ণ | বুধবার, ০৩ মে ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD