বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় স্পেশাল কমিটির র্যালি ও সমাবেশ করা হয়েছে। শুক্রবার সকালে একটি র্যালি বের হয়ে বগুড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় এসে সমাবেশ করে।
সমাবেশে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় স্পেশাল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপদেষ্টা নুরুন্নবী, আব্দুল মতিন, প্রফেসর জাহিদ ইবনে রাজিম চৌধুরী, কো-অর্ডিনেটর রুবিয়া খাতুন রেশমা, জান্নাতুল ফেরদৌস, সাইফুর রহমান, সহ-সভাপতি মাহফুজুল ইসলাম, প্রফেসর মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মাসুদ করিম।
এসময় উপস্থিত ছিলেন সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম রেজা, দপ্তর সম্পাদক সাহেরা বেগম, আইন সম্পাদক ফেরদৌস আলম, সহ-আইন সম্পাদক কহিনুর খানম, সমাজ কল্যান সম্পাদক রেজাউল করিম রেজা-২, সহ-সমাজ কল্যান সম্পাদক মাশারুল ইসলাম পিয়াল, কার্যনির্বাহী সদস্য আরমানুর রেজা, সদস্য রিক্তা বেগম, ইউসুফ, মনিরা প্রমুখ।
Posted ৯:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD