‘প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডিম দিবস উপলক্ষে আজ শুক্রবার(১৪ অক্টোবর) বগুড়ার সোনাতলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডিমের গুনাগুন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে র্যালি ও আলোচনায় অংশগ্রহন করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভিন।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার নুসরাত জাহান লাকী এতে সভাপতিত্ব করেন। উপজেলা ভেটেরিনারি সার্জন ডা.অজয় চন্দ্র রায়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা হিসাবরক্ষন অফিসার রুহুল আমিন, প্রাণী সম্পদ অধিদপ্তরের উপসহকারী অফিসার আব্দুর রহমান, সোনাতলা এমপিও(ভেট) এ্যাসোসিয়েশনের সভাপতি রহমতউল্লাহ শামীম, সাধারন সম্পাদক আরিফ হোসেন ও এআইটি টেকনিশিয়ান আবু তালেব প্রমুখ। এ ছাড়াও প্রাণী সম্পদ ও ভেটেরিনারি’র সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Posted ৮:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD