মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের সর্বস্তরের মুসল্লিরা। আজ মঙ্গলবার বাদ আছর সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের কড়িতলা বাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজার থেকে রৌহাদহ হয়ে চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী ও কামালপুর ইউনিয়নের বিবিরপাড়া সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কড়িতলা বাজার জামে মসজিদের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষ করা হয়। পরে মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা মোহাম্মদ মতিউর রহমান।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ভারতে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.) কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর জোর দাবি জানানো হয়। প্রায় ঘন্টাব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন শ্রেণী-পেশার শত শত সাধারণ মুসল্লি অংশ নেন।
বক্তারা বলেন, ভারতে ক্ষমতাসীন বিজেপির দুই নেতা মহানবী (সা.) ও তাঁর স্ত্রী আয়েশা (রা.) কে কটূক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। ইসলাম বিদ্বেষী এ বক্তব্যের অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী (সা.) ও তাঁর স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় মুখপাত্র নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন বিজেপির আরেক নেতা নাভিন কুমার জিন্দাল। বিষয়টি নিয়ে সারা বিশ্বের মুসলমানদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
Posted ৯:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুন ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD