সোমবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক   শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩
27 বার পঠিত
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

বিশ্বকাপের বাকি আর ৪০ দিন। দলগুলো ব্যস্ত শেষ পর্বের যাচাই বাছাই প্রক্রিয়ায়। এরইমাঝে নিজেদের দল সম্পর্কে আভাস দিয়ে রেখেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশসহ একাধিক দেশ। শেষ সময়ের প্রস্তুতি হিসেবে দ্বিপাক্ষীয় সিরিজ কিংবা এশিয়া কাপের মত টুর্নামেন্টে মনযোগ দিচ্ছে দলগুলো।

তবে চূড়ান্ত প্রস্তুতির অংশ হতে বিশ্বকাপের মূল ভেন্যু ভারতেই একাধিক ম্যাচ খেলার সুযোগ পাবে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলো। আগেই জানা হয়েছিল, বিশ্বকাপের আগে ভারতে অন্তত দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষের নামও নিশ্চিত করা হয়েছিল। এবার প্রকাশ করা হল প্রস্তুতি ম্যাচের পূর্ণাঙ্গ সূচি।


বিশ্বকাপের আগে ৪ দিনে মোট ১০ টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে আইসিসি। ভারতের তিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রতিটি দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

বিশ্বকাপের প্রস্তুতি পর্বের ম্যাচের সূচি—


আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তুতিপর্বের সকল ম্যাচই হবে দিবারাত্রির সূচিতে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে প্রতিটি ম্যাচ। প্রস্তুতি পর্বের এই ম্যাচগুলোতে ১৫ জনের সকলকে খেলানোর অনুমতি দেওয়া হয়েছে।


৩ অক্টোবরের ম্যাচগুলো শেষে ৪ অক্টোবর হবে বিশ্বকাপের ক্যাপ্টেন্স ডে। এদিন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের পরিচয় করানো হবে। আর ৫ তারিখ গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপের মূল আসর।

Facebook Comments Box

Posted ৪:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩

Alokito Bogura || আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

সহ-বার্তা সম্পাদক: মোঃ সাজু মিয়া

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!