বিশ্বকাপের বাকি আর ৪০ দিন। দলগুলো ব্যস্ত শেষ পর্বের যাচাই বাছাই প্রক্রিয়ায়। এরইমাঝে নিজেদের দল সম্পর্কে আভাস দিয়ে রেখেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশসহ একাধিক দেশ। শেষ সময়ের প্রস্তুতি হিসেবে দ্বিপাক্ষীয় সিরিজ কিংবা এশিয়া কাপের মত টুর্নামেন্টে মনযোগ দিচ্ছে দলগুলো।
তবে চূড়ান্ত প্রস্তুতির অংশ হতে বিশ্বকাপের মূল ভেন্যু ভারতেই একাধিক ম্যাচ খেলার সুযোগ পাবে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলো। আগেই জানা হয়েছিল, বিশ্বকাপের আগে ভারতে অন্তত দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষের নামও নিশ্চিত করা হয়েছিল। এবার প্রকাশ করা হল প্রস্তুতি ম্যাচের পূর্ণাঙ্গ সূচি।
বিশ্বকাপের আগে ৪ দিনে মোট ১০ টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে আইসিসি। ভারতের তিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রতিটি দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
বিশ্বকাপের প্রস্তুতি পর্বের ম্যাচের সূচি—
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তুতিপর্বের সকল ম্যাচই হবে দিবারাত্রির সূচিতে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে প্রতিটি ম্যাচ। প্রস্তুতি পর্বের এই ম্যাচগুলোতে ১৫ জনের সকলকে খেলানোর অনুমতি দেওয়া হয়েছে।
৩ অক্টোবরের ম্যাচগুলো শেষে ৪ অক্টোবর হবে বিশ্বকাপের ক্যাপ্টেন্স ডে। এদিন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের পরিচয় করানো হবে। আর ৫ তারিখ গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপের মূল আসর।
Posted ৪:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD