সংগীতশিল্পী ইমরান মাহমুদুল বিয়ে করেছেন। ঘরোয়া পরিবেশে পারিবারিকভাবেই বিয়ের পর্ব সেরেছেন তিনি।
সামাজিক মাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আলহামদুলিল্লাহ বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে, ২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম। পারিবারিক ভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো। তবে আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেনো একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ ।
Big Thankful Gratitude to Safia Sathi for this beautiful wedding fit for the most special day of my life .
Posted ৬:৫৯ অপরাহ্ণ | বুধবার, ২৪ মে ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD