বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। বাড়ছে মৃত্যুও। সোমবার একদিনেই মারা গেছেন ৭৩ দিনের মধ্যে সর্বোচ্চ ৩০ জন আর নতুন আক্রান্ত ৭ মাসে সর্বোচ্চ ২ হাজার ৮শ’ ৯।
স্বাস্থ্য অধিদপ্তর জোর দিচ্ছে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে। কিন্তু বাস্তবের চিত্র একেবারেই ভিন্ন। বেশিরভাগ মানুষই এ নিয়ে উদাসীন। হাট-বাজারে হাজার হাজার মানুষের ভীর। নেই সামাজিক দূরত্ব, নেই মাস্ক ব্যবহারের কোন বালাই। গণপরিবহনে যাত্রী, চালক, হেলপার বা তাদের সহকারি কেউই মানছেন না স্বাস্থ্যবিধি।
এভাবে স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বাড়ছে দ্রুত। সোমবার একদিনেই করোনায় মারা গেছেন ৩০ জন। যা গত ৭৩ দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। আবার এদিনেই নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে বিগত ৭ মাসের মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৮০৯ জন।
পরিসংখ্যানে দেখা যায়, চলতি মাসের শুরু থেকেই করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে আশংকাজনকভাবে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এখনই শতভাগ স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণের হার আরো ভয়ংঙ্কর হতে সময় লাগবে না। করোনা সংক্রমণ ঠেকাতে প্রতিদিনই বিভিন্ন সংস্থা সাস্থ্যবিধি মানাতে উদ্বুদ্ধ করছে নানাভাবে।
বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানাতে সরকারের এই নরমনীতি পরিহার করে এখনই কঠোর অবস্থানে না গেলে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে সময় লাগবে না।
Posted ১২:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD