বগুড়ার সোনাতলায় বালুয়া ইউনিয়ন কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শহিদুল ইসলাম জুয়েল সভাপতি, আব্দুর রউফ রাঙ্গা সাধারন সম্পাদক ও আশিকুল আলম সাগর সাংগাঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে। আজ ১২ ফেব্রুয়ারী শনিবার বিকেলে বালুয়াহাট হাইস্কুল চত্তরে বালুয়া ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক শহিদুল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে সম্মেলনের ১ম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন প্রধান অতিথির বক্তব্য দেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সম্মেলনের উদ্বোধন করেন ও বক্তব্য দেন উপজেলা কৃষকলীগের আহবায়ক আবু লায়েছ হোসেন নাহিদ, বিষেশ অতিথির বক্তব্য দেন বালুয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি নবনির্বাচিত বালুয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন।
আরও বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক প্রভাষক গোলাম মোস্তফা পান্না প্রমুখ। এ সময় বালুয়া ইউনিয়ন আ’লীগের সহসভাপতি ও বালুয়াহাট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ,যুগ্ন সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ বিটল,জোড়গাছা ইউনিয়ন আ”লীগের সাধারন সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম মতিন,উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক প্রভাষক দিদারুল ইসলাম দিদার, সদস্য আনারুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রতন, জোড়গাছা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি খলিলুর রহমান খলিলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ২য় অধিবেশনে প্রধান অতিথি আগামী তিন বছরের জন্য বালুয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সাধারন সম্পাদক ও সাংগাঠিক সম্পাদকের নাম ঘোষন করেন।
Posted ১০:৫৮ অপরাহ্ণ | শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD