বাঙালি নদীতে পানি বাড়তে থাকায় তীরবর্তী বগুড়া সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের চর গোদাগাড়ী এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গত তিন দিনে সেখানে কয়েকশ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকিতে রয়েছে হাজার বিঘা ফসলি জমি, শত শত ঘরবাড়ি।
এদিকে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোনো ব্যবস্থা নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছে ক্ষতিগ্রস্তরা।
ওই এলাকার সাগর মাহমুদ বলেন, কয়েকদিনে আবাদি জমি নদীতে বিলীন হওয়ার পর ভাঙন এখন জনবসতির কাছে চলে এসেছে। এতে ভাঙনের হুমকিতে পড়েছে এসব এলাকার হাজার হাজার একর ফসলি জমি, হাজার পরিবার। ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানাই।’
এলাকাবাসীর অভিযোগ, ভাঙন ঠেকাতে কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা মারাত্মক ঝুঁকিতে বসবাস করছে। গত বর্ষা মৌসুমে ভাঙনের স্থানে কিছু বালুভর্তি জিও ফেলা হয়েছিল। কিন্তু সেসব নদীর তীব্র স্রোতের সঙ্গে চলে গেছে।
ভাঙন রোধ করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
সারিয়াকান্দি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হুমায়ুন আহমেদ বলেন, ভাঙন এলাকা সরেজমিন পরিদর্শনে লোক পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দ্রুত কাজ করা হবে।
Posted ৪:২৯ অপরাহ্ণ | সোমবার, ০২ অক্টোবর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD