নুরনবী রহমান: বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা শাখার উদ্যোগে ১৯ মার্চ রবিবার সকাল ১১ টায় সংগঠনের খান্দারস্থ কার্যালয়ে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা কমিটির আহ্বায়ক রায়হানুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মমিনুর রশীদ তালুকদার শাহীন।
পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার মান উন্নয়নে সাংবাদিক জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে, সৎ সাহসিকতা সম্পন্ন মানুষদের দেশ জাতির কল্যাণে সাংবাদিকতায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। পরে তিনি প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করেন।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বগুড়ার সভাপতি আশরাফুল আলম রহিত, শিবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা জাহান, বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা কমিটির সদস্য শমশের নুর খোকন, খাজা রতন, হাকীম ছামিউল ইসলাম রনি, নুরনবী রহমান, ইমরানুল হক ইমরান, মমিনুর রহমান, আব্দুল আকিম, ফারুক শেখ রুবেল, এরশাদ হোসেন, পরিমল চন্দ্র প্রামানিক, আরিফুর রহমান, সাইফুল ইসলাম, সোহেল রানা, শাহীন হোসেন, সাকিব প্রমূখ।
Posted ১১:২২ অপরাহ্ণ | রবিবার, ১৯ মার্চ ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD