বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বদলগাছী উপজেলার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। আজ শুক্রবার (২৮ অক্টোবর) বদলগাছী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা হতে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৬৯০ জন ভোটারের মধ্যে ৬২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে সভাপতি পদে এ কে এম সুজাউল ইসলাম, সাধারণ সম্পাদক পদে রশিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গোলাম মর্তুজা, সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম বিজয়ী হয়েছেন।
উপজেলার কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সুজাউল ইসলাম ৪৯৫ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ভাতশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল আযম পেয়েছেন ১১১ ভোট। সাধারণ সম্পাদক পদে নালুকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল ইসলাম পেয়েছেন ৩৮৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দীন মন্ডল পেয়েছেন ২১৮ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে চকবনমালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মর্তুজা পেয়েছেন ৫০০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চকআলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম পেয়েছেন ১০৭ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম পেয়েছেন ৪৬৫, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল হাসান পেয়েছেন ১৪১ ভোট।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বদলগাছী সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান। সদস্য সচিব উপজেলা সহকারী শিক্ষা অফিসার দুলাল বর্মন। এসময় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক এবং বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
Posted ১০:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD